প্রথম বারের মতো চীনে তৈরী করলো ৩ডি[3D] প্রিন্টেড গাড়ি
২৪/০৩/২০১৫ তারিখে দক্ষিণ চীনের হাইনান প্রদেশে প্রথম বারের মতো থ্রি ডি প্রিন্টেড গাড়ি পরীক্ষামুলক ভাবে রাস্তায় নামানো হয়। চীনের 3D টেকনোলজি কোম্পানী সানিয়া সিহাই বিদ্যুৎ চালিত এই গাড়ির নির্মাতা।
এই সেডান গাড়ির প্রধান ডিজাইনার চ্যান মিং কিউয়াও এর মতে ৩.৬ মিটার লম্বা ও ১.৬৩ মিটার প্রস্থের দুই সিটের গাড়ির বডি প্রচলিত মেটাল এলয় বডির চেয়ে ১/৮ ভাগ হালকা। তার মতে, গাড়িটি ওজনে হালকা , যা এই গাড়িকে আরো বেশী শক্তিশালী ও টেকসই করেছে।
গাড়ি তৈরীতে ৪৫ দিন সময় লেগেছে, কিন্তু বডি ডিজাইন, 3D প্রিন্টিং, পরবর্তীতে এসেম্বল করে পরীক্ষামূলক ড্রাইভের জন্য সময় লেগেছে মাত্র ৫ দিন।
ঊল্লেখ্য , বিশ্বের প্রথম 3D প্রিন্টেড গাড়ীর নাম আরবী[Urbee], ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে তৈরী হয় এবং পরবর্তী উৎপাদনে যায়। যার মুল্য পড়ে ১৬-৫০ হাজার ডলার। চীনের এই গাড়িটি সে তুলোনায় অনেক সস্তায় কম খরচে কম্পোজিট ম্যাটেরিয়ালে তৈরী। এটি তৈরীতে মাত্র ১৭৭০ ডলার খরচ হয়েছে বলে নির্মাতারা জানান।গাড়ি নিয়ে ভিডিওঃ
রিচার্জেবল ব্যাটারী চালিত এই গাড়িটি ঘন্টার ২৪ মাইল/৪০ কিলোমিটার গতিতে চলতে পারে।
___________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন