আমি একজন লেখক নই, নিয়মিত ব্লগার দের মত নতুন নতুন আইডিয়া নিয়ে লেখালাখি আমার কাছে দুরহ মনে হয়। লেখালেখি করা আমার কাছে খসড়া খাতার কোনে আঁকিবুকি করার মতই একটা কাজ .
ঘুরে বেরানো আমার স্বভাবজাত কাজ, ঘুরে বেরানোর সময় আমার চোখ চার দিক নতুন নতুন গল্প খুজে বেড়ায়, চোখের দেখা আর মনের আঁকা খোরাক আটকে রাখার জন্য মাঝে মাঝে খাতার ফাঁকা অংশে চিরকুটের মতই ছবি অথবা দু চার লাইন লেখার অভ্যাস ছিলো, আজকাল কোনো কাগজের খাতার চেয়ে, কম্পিউটারের এই বাইনারি পাতায় লেখা হয় বেশি . সময়ের সাথে সাথে লেখার উপকরণের পরিবর্তন হয়েছে , কিন্তু পুরনো খাতার কোনায় কাটা কুটি খেলার অভ্যাস যায়নি, তাই এই বাইনারি পাতায় নতুন করে কাটা কুটি শুরু .
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন