বছর ঘুরে আরেকটা রমজান এসে গেলো | বিশ্ববিদ্যালয় থেকে চলে আসার পর ঢাকা শহরে এটা আমার তৃতীয় রোজার মাস | ছাত্র অবস্থায় বাসায় এসে রমজান পালন করা হইয়নি - ব্যপারটা এমনটি নয় | ঢাকায় বাসা থাকার কারণে আমি বাসা টু ইউনিভার্সিটি যাই-আসি করতাম| তারপরও রমজানের সিংহভাগ সময় বিশ্ববিদ্যালয়ে থেকে যেতাম , কারণ ইস্কুলের মতো বিশ্ববিদ্যালয় পুরোমাস বন্ধ থাকার কোনো রেয়াজ নেই, ক্লাস চলতো| ইফতার এর বাহানায় মুলাকাত হত বিভিন্ন দল, সংস্কৃতিক গোষ্টি, জেলা সমিতির সাথে | এইসব একাডেমিক কারণের বাইরে সবচেয়ে বড় কারণ ছিল - ইদের ছুটিতে সবাই বাড়িতে চলে যাবে , লম্বা সময় কারো সাথে এভাবে এর দেখা হবেনা |
এই কারণ গুলো ছাড়াও আরো অনেক ছোট ছোট ব্যাপার আছে, যা এখন এই সময়ে হয়ে ওঠে না , এজন্য ওই সময়ের ইমেজটা আমার স্মৃতিতে এখনো সজীব|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন