বিমান মালিক বিমাটি পঞ্চাশের দশকে এই মিনি মার্ট মালিকের কাছে বিক্রি করে দেন, কারণ এটা আর উড়ানোর জন্য উপযুক্ত ছিলনা | বুদ্ধিমান ক্রেতা জানতেন কিভাবে এই অচল যন্ত্র ব্যবহার করতে হবে, ঝুলিয়ে দিলেন পেট্রল পাম্প এইলেন্দের উপর, আর সব বিমান গুলোর মতই এটাও দৃষ্টি আকর্ষি | এই মার্টের পাশ দিয়ে কেলিফোর্নিয়া হাইওয়ে ৪১ চলে গেছে| যারা এই হাই ওয়ে ব্যবহার করে পিস্মো সৈকতে যান, তাদের বেশির ভাগ লোকেরই অভিজ্ঞতা হয়েছে , অন্তত একবার এই মিনি মার্টয়ে বসে কফি পান করার, সবাই এই কফি এই দোকানে ঢু মেরেছেন, এই বিমানটিকে উল্টো অবস্থায় ঝুলতে দেখে... বাকি গল্প এর বাদ বাকি 'উড়াল তরল'এর মতই|
...........................................
ছবি মেথিউ ই.কোহেন এর সৌজন্যে ফ্লিকার থেকে নেওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন