বিরক্ত হই - যখন বেশির ভাগ রেডিও জকিদের কথার মাঝে 'এ-আ - ইয়ে - মানে' বলতে শুনি, অনর্গল বাংলা বলতে না পেরে 'বাংলিশ' বলে কোনরকমে অনুষ্ঠান শেষ করে (they can't even speak in flawless English).
ভালো লাগে - যখন শুনি এই 'RJ' দের কোনো একটা ইন্দনেশিয়াতে গিয়ে উঠতি RJ দের ট্রেইনিং দিয়ে আসে
বিরক্ত হই - যখন দেশের মাঠে ক্রিকেট খেলায় বাউন্ডারির চারপাশে বিদেশী কোম্পানি গুলো তাদের মাতৃভাষায় (হিন্দিতে !) বিজ্ঞাপন দেয়|অন্তত এই ক্ষেত্রে আমাদের দেশী কোম্পানিগুলোকে এক চেটিয়া সুযোগ দেওয়া উচিত|মেনে নিলাম টাইটেল স্পনসর করার মতো কোম্পানি দেশে নাই|
ভালো লাগে -যখন চলতি বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে পিচের পাশে জুম আল্ট্রা, পোলার আইসক্রিমের লোগো দেখি | [ সিক্রেট-আমি ক্রিকেট খেলা দেখি না]
প্রথম আলো ০৯.১০.২০১০ |
মনে মনে গালি দেই - যখন চার আঙ্গুল পর্যন্ত সাদা দাড়ি ওয়ালা লোক ঘুষ চায় বা পরম করুনাময়ের নামে ঘুষের টাকা পকেটে ঢুকায়[চার আঙ্গুল পর্যন্ত দাড়ি রাখা নবী ও রসুলদের সুন্নত , মোজেস , জেসাস ও আমাদের নবী মোহাম্মদ (সা:) সবাই এই সুন্নত পালন করেছেন, আমাদেরকে করতে বলেছেন] |
শব্দ করে হাসি - যখন নিজেকে দুর্নীতি দমন কমিশনের লোক বলে পরিচয় দেবার পর শেয় ঘুষের টাকা আবার ফেরত পাই|
ব্যথিত হই - যখন ফুটপাথের পাশে অনেকগুলো পরিবার কে থাকতে দেখি |
অবাক হই না- যখন তাদের ভালো বাসা বাড়িতে থাকার অফার দেওয়ার পরও তারা আনন্দের সাথে বলে , 'ভালৈতো আছি, এই জাগা ছাইরা আমি যমুনা'|
নিজেকে পরবাসী মনে হয় - যখন বাংলা গানের মাঝে অন্তরায় হিন্দি কথা শুনতে পাই এবং অডিও প্রকাশনা গুলো টাকার বিনিময়ে এই গানগুলো বাজারে ছাড়ে, শুধু তাই নয় ,এফ এম রেডিও গুলিতে এক্স্ক্লুসিভেলি এই গানের প্রচার হয়| হিন্দির জায়গায় ইংরেজি হলেও কিছু মনে করতাম না |
গর্বিত হই, যখন আমার পরদেশী বন্ধুরা বাংলাদেশে তৈরী বাংলা বিজ্ঞাপনের চিত্র আর সঙ্গীত শুনে প্রশংসা করে(বাংলা লিঙ্কের 'শুনতে কি পাও')|
আপাতত আর মনে আসছেনা.... ও শেষ আরেকটা লিখি-
আফসোস লাগে - আমার সেই বন্ধুদের দেখলে যারা দেশের বাইরে ভালই আছেন, কিন্তু প্রায়ই ফেসবুকে স্টাটাস দেন -"life is expensive here :( "
তৃপ্ত হই - এত অব্যবস্হার মাঝেও এই দেশে আমি , আমার ওই প্রবাসী বন্ধুদের তুলনায় ভালো আছি , ফটো কপি করার জন্য বাংলাদেশে ৩ ডলার লাগেনা.... :)
------------
১০.১০.১০ উপলক্ষে লেখা , একই সাথে নাগরিক ব্লগে প্রকাশিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন