মঙ্গলবার, ১ জুন, ২০১০

ফেসবুক কড়চা ২ : বিকল্প পথ

আজ সকালে খবর পেলাম পাকিস্তানের আদালত  ফেসবুক এর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে রায় দিয়েছে সুত্র. কিন্তু আমাদের সরকার এখনো এই ব্যপারে নিশ্চুপ.
ঢাকা ইউনিভর্সিটির ছাত্ররা অবশ্য বসে নেই, তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে .বাংলাদেশ সরকার হয়তো দু দিন বাদে ঠিকই সাময়িক  নিষেধাজ্ঞা তুলে নিবে(গাধা জল খায় ঘোলা করে) .


Proxy server এর স্লথ গতিতে ফেসবুক দেখতে ভালো লাগলোনা, তাই বিকল্প উপায় খুজছি, পেয়েও গেলাম একটা. ভবিষ্যতের কথা ভেবে টুকে রাখসি বিকল্প পদ্ধতি :
১. যে ইনটারনেট ব্রাউজার ব্যবহার করতে হবে : মজিলা ফায়ার ফক্স 
২. প্রক্সি সার্ভার লিঙ্ক : http://www.torproject.org/download.html.en  
৩. পেজ আসার পর  লিস্টের প্রথম অপেরাটিং সিস্টেম উইন্ডোজের ডাউনলোড স্টেবল -এ  ক্লিক  করতে হবে
৪. ডাউনলোড হওয়ার পর প্রোগ্রাম টিকে run করাতে হবে 
৫. সম্পূর্ণ লোড হওয়ার পর ফায়ার ফক্স এর নিচের টুল বারের ডান দিকে দেখানো Tor এর উপর ক্লিক করে এনএবল করতে হবে.


ঠিক মতই কাজ করছে...... এই মাত্র ফেসবুকে বন্ধু প্রিন্সের চিটির জবাব দিলাম.

কোন মন্তব্য নেই: