শনিবার, ৩১ জুলাই, ২০১০

যতি বিভ্রাট

ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যতিচিহ্নের ব্যবহার শুরু করেন | বাংলা সাহিত্যকে , বাংলা সাহিত্যের লিখিত রূপ কে পরিপাটি করার জন্য তিনি দাঁড়ি, কমা, কোলনকে বাক্যের মাঝে ট্রাফিকের মতো বসিয়েছেন| ভাগ্যিস তিঁনি এখন বেঁচে নেই, আর যদি বেচে থাকতেন তাহলে আমার মতো শখের বশে ব্লগ লিখনে ওয়ালাদের দাঁড়ি, কমার যথেচ্ছ ব্যবিহার দেখে তিনি হয়তো বাংলা সাহিত্য চর্চা ছেড়ে দিতেন. কর্ম ক্ষেত্রে আর পড়ালেখায় বহুদিন বাংলা চর্চা না থাকায় ,ভালো মতো বাংলা ভাষায় লেখা লেখি করতে পারছিনা| বাংলায় টাইপ করাটাও মহা ভারিক্কি কাজ, সাধুবাদ জানাই তাদের যারা ধৈর্যের পরিচয় দিয়ে এই কাজ টি শিখে ফেলেছেন| বাংলা ব্যকরণ বইটা আবার খুজতে হবে| 

কোন মন্তব্য নেই: