এখন আর আগের মতো ফেসবুকের প্রতি টান নেই, ঘন্টার পর ঘন্টা ফেসবুক ওপেন করে বশে থাকার অভ্যেস দূর হয়েছে| তারপরও অনেকের সাথে বিশেষ করে আমার প্রবাসী বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ফেসবুকের বিকল্প নেই. আমার বেশির ভাগ বন্ধুরা এখনো টুইটার নামক মাইক্রো ব্লগিংয়ে অভ্যস্ত হতে পারেনি|
মজার ব্যাপার এত কিছুর মাঝে ফেসবুক ব্যবহারকারীর সংখা ২১শে জুলাই সকালে ৫০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে| খোশ আমদেদ ফেসবুক| যদি এই ৫০০ মিলিয়ন ব্যবহারকারী এর নাগরিক হত তাহলে ফেসবুক হতো চীন ও ইন্ডিয়ার পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র |
উদযাপন করার মতো সাফল্য অবশ্যই, তবে আর সবার মতো মার্ক জুকারবার্গ (ফেসবুক কর্তা) বেলুন উড়িয়ে আর এর ব্যবহারকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বাণী দিয়ে বসে থাকেন নি, ব্যবহারকারীদের উপহার দেয়েছেন - ফেসবুক স্টোরিস (Facebook Stories) ,নতুন একটা এপ্লিকেশন|
উদযাপন করার মতো সাফল্য অবশ্যই, তবে আর সবার মতো মার্ক জুকারবার্গ (ফেসবুক কর্তা) বেলুন উড়িয়ে আর এর ব্যবহারকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বাণী দিয়ে বসে থাকেন নি, ব্যবহারকারীদের উপহার দেয়েছেন - ফেসবুক স্টোরিস (Facebook Stories) ,নতুন একটা এপ্লিকেশন|
এই এপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা জানাতে পারেন , ফেসবুক নিয়ে তাদের অভিজ্ঞতা, সামাজিক যোগাযোগে ফেসবুকের অবদান, ব্যক্তিগত জীবনে ফেসবুকের প্রভাব , প্রভৃতি|
এই গল্প গুলো একই সাথে থিম এবং লোকেশোনাল দুই ভাবে বিন্যাস করা হয়েছে|গল্প গুলোর স্থানিক বিন্যাস দেখানোর জন্য Bing ম্যাপ ব্যবহার করা হয়েছে| বর্তমানে ৩০ টি থিমে গল্পগুলো সংকলিত করা হচ্ছে.
এই গল্প গুলো একই সাথে থিম এবং লোকেশোনাল দুই ভাবে বিন্যাস করা হয়েছে|গল্প গুলোর স্থানিক বিন্যাস দেখানোর জন্য Bing ম্যাপ ব্যবহার করা হয়েছে| বর্তমানে ৩০ টি থিমে গল্পগুলো সংকলিত করা হচ্ছে.
ফেসবুকের অন্ধ ভক্তরা চাইলে ফেসবুক কে ধন্যবাদ জানাতে পারেন এই লিঙ্কে facebook.com/thanks
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন