রবিবার, ৮ আগস্ট, ২০১০

লাল চাঁদ : ২৭শে আগস্ট ২০১০

বড় মামার কাছ থেকে খবর পেলাম, খুব জলদি আমরা চাঁদ একটার বদলে দুটা দেখতে পারবো | মামার মেইল এতটুকু পড়ার পর খানিকটা কৌতুক বোধ করেছিলাম, পৃথিবী কি একটা চাঁদের সাথে খুশি হয়ে আরেকটা চাঁদ ফ্রীতে দেখানো শুরু করলো নাকি?! না এমনটি কখনো হবার নয়, যদি না আল্লাহ অলৌকিক কিছু না ঘটান| মেইলের পরের লাইন পরার পর ঘটনা আঁচ করে ফেললাম কারণ , একটা চাঁদ লাল রঙের|
পাঠকদের মাঝে যারা জোতির্বিদ্যার খোঁজ কবর রাখেন, বুঝে ফেলার কথা আমি কোন গ্রহের কথা বলছি | খুব শিগ্রই আমরা মঙ্গল গ্রহকে খালি  চোখে দেখতে পারবো, তারিখটা এই পোস্টের শিরোনামে দিয়ে দিয়েছি| মহাকাশে এমন ঘটনা রোজ রোজ ঘটেনা, পৃথিবী সাথে মঙ্গল গ্রহের দুরত্ব সবচেয়ে কমে আসবে এই দিন, মহাকাশ বিজ্ঞানদের ইতিহাসে এই হবে একটা সাড়া জাগানো ঘটনা | কারণ এর পরে পৃথিবী আর মঙ্গলের মাঝে আবার কাছাকাছি অবসান হবে ২২৮৭ সালে, 
জোতির্বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে , আগামী ৫০০০ বছরে এই ঘটনার পুরাবৃত্তি ঘটবেনা, আগামী ৬০০০০ বছরেও এমনটি হবে কিনা তার কোনো নিশ্চয়তা বিজ্ঞানীরা দেন নি|
মঙ্গল গ্রহ আর পৃথিবীর মাঝে দুরত্ব কমে আসবে মাত্র ৩৪,৬৪৯,৫৮৯ মাইলে(চাঁদের সাথে পৃথিবীর গড় দুরত্ব ২৩৮৮৫৭ মাইল)| আকাশে মঙ্গল গ্রহের অবস্থান হবে অনেকটা এই রকম : Magnitude -২.৯ , ২৫.১১ আর্ক সেকেন্ড Wide,পাওযার মেগ্নিফিকেসন ৭৫ |
তো চোখ রাখুন আকাশে , ২৭শে আগস্ট বেলা ১২.৩০ মিনিটে(দিনের আলোয়) চাঁদের পর আকাশে সবচেয়ে উজ্জল বস্তু হিসেবে থাকবে , পৃথিবীর নিকটতম প্রতিবেশী মঙ্গল গ্রহ |তথ্য সুত্র


শেষ কথা : পুরো ব্যাপারটা একটা ভাউতাবাজি, কারণ এত কাছে মঙ্গল গ্রহ আসলে, পৃথিবী আর মঙ্গল গ্রহের মাঝে অভিকর্ষ বিপর্যয় দেখা দিবে,  মঙ্গল গ্রহের ভর চাঁদের তুলনায় অনেক বেশি, যা পৃথিবীকে উল্টা মঙ্গলের দিকে টেনে নিতে পারে

কোন মন্তব্য নেই: