শনিবার, ১৪ আগস্ট, ২০১০

উড়াল যানের তরল রসদ ৩

এই ফিলিং স্টেশন সম্পর্কে যদি না লেখা হয় , তাহলে 'উড়াল..' সিরিজ অপূর্ণ থেকে যায়; কারণ এটাই এ ধরনের প্রথম স্টেশন | এলমার ও হেনরী নিকেল(Nickle) ১৯৩০ সালে প্রথম এমন একটি পেট্রল পাম্পের গোড়া পত্তন করেন, যা পরবর্তিতে জাতীয় ঐতিহাসিক স্থান হিসেবে গৃহীত হয়েছে| 

পাওয়েল এয়ারপ্লেন স্টেশন

১৯৩০ সালে যখন এই গ্যাস স্টেশনের যাত্রা শুরু হয়, তখন এটা শুধুই একটা পেট্রল পাম্প ছিল, Powell Gas Station(যুক্তরাষ্ট্রে ফিলিং স্টেশন গুলোকে প্রচলিতভাবে গ্যাস স্টেশন বলে) নামে পরিচিতি ভালই ছিল, ১৯৬০ সালের পর এই পেট্রল পাম্পের সাথে সার্ভিসিং যোগ হয়| আমার এই 'উড়াল তরল' সিরিজের সব কয়টি চলতি পথের আকর্ষণ এর উদ্দেশ্য একটাই - চলমান যানবাহন আর লোকজনের দৃষ্টি কেড়ে নেওয়া, নিকেল ভাইরা ব্যপারটা প্রথমে ধরতে পেরে ছিলেন| তবে বাদ বাকি বিমান গুলোর মতো এটা কোনো আসল বিমান ছিলনা, পাম্পের অফিস ঘরটি ছিল উড়োজাহাজের মতো দেখতে(ছবিতে দেখুন)| উড়োজাহাজের মতো দেখতে ঘর বা অফিস বানানোর পেছনে এলমার নিকেল বেশি উত্সাহী ছিলেন| 



এই জায়গা ও স্থাপনা  সংরক্ষণের জন্য স্থানীয়দের সংগঠণও আছে| বর্তমানে পেট্রল পাম্পটা আর সচল নয়, গাড়ী পার্কিং লট হিসেবে ব্যবহার হচ্ছে| ২০০৪ সালে(১৮ই মার্চ) যুক্তরাষ্ট্রের এই স্হানকে 'ন্যাশনাল রেজিস্টার অব হিস্টোরিক প্লেসেস' এর অন্তর্ভুক্ত করে নেয়|  
......................................

কোন মন্তব্য নেই: