শনিবার, ২০ নভেম্বর, ২০১০

বাংলায় লিখতে চাইলে 'গুগল ট্রান্সলিটারেশন'

বাংলা টাইপিংয়ে আমি বরাবরই আনাড়ি, এখনো কোনো লেখা পোস্ট করার আগে দুই তিন বার সম্পাদনা করি, কারণ প্রচুর বানান এদিক ওদিক হয়ে যায় | বাংলা টাইপ না জানায় বেশির ভাগ দপ্তরিক চিঠি ইংরেজিতে লিখে পার পেয়ে যেতাম, কর্ম ক্ষেত্রে এখন বেশির ভাগ দপ্তরিক চিঠি পত্র ইংরেজিতেই লেখা হয়| বাংলার ব্যবহার আমাকে খুব কম করতে হয়েছে | ব্লগিংও শুরু করি ইংরেজি মাধ্যমে | 'অভ্র' থাকায় কম্পিউটারের বাইনারি পাতায় বাংলায় লিখতে আমার মতো   আনাড়িদের বড় উপকার হয়েছে | আমার মতো যারা বাংলা কি-বোর্ডে অভ্যস্ত নন , তাদের জন্য বাংলা ফোনেটিক অন্ধের ছড়ির মতোই কার্যকরী |


আমার এই ব্লগে 'বাংলায় লিখতে চাইলে' আমি 'অভ্র'র লিঙ্ক দিয়ে রেখেছি | তবে বাংলা লেখার জন্য আরো একটা ফোনেটিক আছে, যেটা হচ্ছে- Google Transliteration. অনেক দিন ধরেই এই গুগলের এই বাংলা ফোনেটিক সফট ওয়ারটি নিয়ে লিখতে চাচ্ছি, আলসেমি করে লেখা হয়নি | ইতিমধ্যে অনেকে এই সফটওয়ারের সম্পর্কে জেনে গেছেন , কিন্তু যারা এখনো এর ব্যবহার করেন নি তাদের জন্য এই পোস্ট-

গুগল ট্রান্সলিটারেশন Google Transliteration কি  ?
অভ্র-এর মতই এটা একটা ইউনিকোড টাইপিং সফটওয়্যার, যার মাধ্যমে ল্যাটিন হরফ ব্যবহার করে উচ্ছারণ অনুযায়ীলিখিত শব্দের প্রয়োজনীয় ভাষায় রূপান্তর(অনুবাদ নয়) করা যায় | তাই যাদের বহুভাষার প্রতি আগ্রহ আছে , তারা বাংলা ছাড়াও আমেরিক, আরবি,ফার্সি , গ্রিক , হিব্রুসহ আরও একুশটি ভাষায় লিখতে পারবেন |


ইতিমধ্যে অনেকেই এই প্রোগ্রামটি জিমেইলের অংশ অথবা শুধমাত্র মজিলা ফায়ারফক্স এর একটি 'এড-অন' হিসেবে  হিসেবে ব্যবহার করেছেন | তবে এখন এই প্রোগ্রামটি এখন অফলাইনে একটি সতন্ত্র সফটওয়ার হিসেবে ব্যবহার করা যাবে |
Google Transliteration as a Gmail plug-in
সফটওয়ারটি চালু করার পর 'অভ্রের' মতই এর একটি  স্টেটাস বার দেখায় | 
অভ্রের সাথে এর একটা বড় পার্থক্য , লেখার সুবিদার্থে এটা বাংলা অভিধান দেখায় | অভিধান থেকে কাঙ্খিত শব্দ নির্বাচন করা যায় |

অভিধান থেকে শব্দ নির্বাচন করার সাথে সাথে সেগুলিকে গুগল সার্চের জন্যও ব্যবহার করা যাবে | বাংলার সাথে সাথে ইংরেজিতে(CRTL+G অথবা G12) লেখা যাবে | এছাড়াও আরো ফিচারগুলোর বিস্তারিত পাওয়া যাবে এখানে


বাংলায় লেখার জন্য প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি পাছে |নি:সন্দেহে অভ্রের চেয়ে গুগলের এই "ভাষা রূপান্তর" বেশি কার্যকর | তাই বলে কি 'অভ্র' ফেলে দিবো ! মোটেও না | এখনো 'অভ্র' আমদের মতই অনেক আনাড়ির জন্য হাতে খড়ি তুলে দেওয়া শিক্ষকের মতো , এর উত্তরোত্তর উন্নতি কামনা করি |
প্রয়োজনীয় সংযুক্তি : ডাউনলোড লিঙ্ক | গুগল ওভারভিউ পেজ |

৪টি মন্তব্য:

DIGITAL WORLD PAGES ARCHIVE বলেছেন...

Interesting blog...

FaysaL বলেছেন...

Thanks Amin.
It is my personal blog in my mother tongue Bangla. I believe every blogger should have a blog for his own language.

Thanks again.

DIGITAL WORLD PAGES ARCHIVE বলেছেন...

You are right!

FaysaL বলেছেন...

জিমেইল এ এই সেবা সচল করার জন্য :

Gmail settings > General Tab > Language > check the "Enable Transliteration" > Select Bangla.

Default transliteration হিসেবে বাংলা থাকবে , তারপরও নির্বাচন করে নেওয়া যাবে |