আমার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা | যারা আমার এই ব্লগে একবার হলেও উকি দিয়ে দেখেছেন, মন্তব্য করেছেন , অথবা ব্ল্যাক বোর্ডকে নিয়মিত অনুসরণ করেছেন সবাইকে নতুন বছরের জন্য শুভ কামনা |
২০১০ এর প্রথম দিনে ব্লগিং এর সাথে পরিচয় হয় , প্রথমে ব্লগিং শুরু করি ইংরেজীতে Sight By Walk দিয়ে | বাংলায় ব্লগ লেখা শুরু করি অনেক পড়ে, মে মাস থেকে | ব্ল্যাক বোর্ডের জন্ম তখনি | এর মাঝে এই ব্লগ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে | প্রথমেই ব্ল্যাক বোর্ড নামটা ছিলনা, শুরুর দিকে আমার নামই ছিল ব্লগের শিরোনাম | ব্লগের URL faysal-bin-darul.blogspot.com থেকে পরিবর্তন করে, অপেক্ষাকৃত ছোট- ifaysal.blogspot.com করা হয়েছে |
http://profile-comments.com থেকে নেওয়া |
ব্লগের বয়স এখনো এক বছর হয়ে ওঠেনি | তাই এখনো ব্লগকে পরিনত ব্লগ বলতে পারছিনা | ব্লগের স্টেটস ও ফ্লাগ কাউন্টার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্লগিং শুরুর দিন থেকে গেলো বছরের শেষ দিন পর্যন্ত ১৯০০ বার দেখা হয়েছে | গেলো সেপ্টেম্বর থেকে ব্লগে অতিথি আগমন হয়েছে ১২২ জন |
সবচেয়ে বেশিবার দেখা পোস্ট গুলি :
|
সবচেয়ে বেশি দেখা 'বৃত্তের বাইরে' মূলত রাজনৈতিক সচেতনতামূলক পোস্ট| এ থেকে বোঝা যায়, বাংলাভাষীদের রাজনৈতিক ক্যাচাল টাইপের লেখা রসগোল্লার মতো টানে | এই রকম আরো কয়েকটা পোস্ট দিলে হয়তো এই ব্লগের কাটতি আরও বেশি হতো | 'ফেসবুক কড়চা' তথ্যমূলক পোস্ট , এই পোস্ট লেখার সময়টায় ফেসবুকে নিয়মিত সময় দেওয়া হতো , এই সামাজিক ওয়েবের প্রতি বেশ ভালই নেশাগ্রস্ত ছিলাম | 'সিক লিভ' নিজের লেখা প্রথম গল্প | 'রংধনু' আমার রোজনামচা থেকে দেওয়া হয়েছে | 'লাল চাঁদ' লিখেছিলাম বিভ্রান্তি তৈরির জন্য |
নতুন বছর সবার জন্য ভালো কাটুক , ভালো থাকুন সুস্থ থাকুন | সবাইকে আবারও শুভেচ্ছা |-ফায়সাল বিন দারুল |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন