বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১১

2001 or 2011: Slip of Tongue

অনেক দিন পর ছুটির দিন পেয়ে খুশি মনে দুপুর থেকে লম্বা ঘুম দিলাম| বাইরে যাওয়ার কোনো ইচ্ছা করেনি, ঘরে বসে দিন পার করার জন্য আজকের দিনটা রিজার্ভ রেখেছিলাম| ঘুম থেকে উঠেই টিভির সামনে গেলাম, হাজার হোক উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কথা| 

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্লগ পাড়ায়, আগে থেকেই উত্কন্ঠা ছিল,ICC এর ওয়েব সাইট থেকে শুরু করে ESPN আর Star Sports চেনেলে বাংলাদেশকে নিয়ে প্রমো দেখানো হয়নি বললেই চলে | অপমানের শংকা নিয়ে এতদিনের কাউন্ট ডাউন আজ শেষ হয়েচ্ছে| অনুষ্টান যেমনই হোক, কিচ্ছু ব্যাপারে আমাদের আমাদের প্রধান মন্ত্রী আর ক্রীড়া মন্ত্রীর উদাসীনতা দেখে, বার বার মনে হেয়েছে, তাদেরকে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেই | 
 
নির্বাচনে ২০০১ সালের  পরাজয়ের ভূত এখনো শেখ হাসিনা আর সরকারী দলের সাঙ্গ পাঙ্গদের মাথা থাকে মনে হয় বের হতে পারেনি| কারণ পর পর দুবার ক্রীড়া মন্ত্রী  আর প্রধানমন্ত্রী ICC World Cup 2001 বলে তাদের ভাষণে উল্ল্যেখ করলেন,অনুষ্ঠান যে অন এয়ারে যাচ্ছে, তাদের খেয়ালই ছিলনা| বিন্দু মাত্র সাধারণ জ্ঞান থাকলে, তাদের এই রকম মারাত্মক ভুল করার কথা না| ২০০১ সালের ভূত মাথা থেকে না নামলে ২০২১ সাল পর্যন্ত সরকার নামক যন্ত্র কিভাবে চালাবেন ?!

একে তো অপমানের সঙ্কে শঙ্কিত, তার উপর তাদের এই কুপমুন্ডকতা, জাতি হিশেবে আমদের খাম খেয়ালিপনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়| উদ্বোধনী অনুষ্টানের মঞ্চে এহেন ত্রুটি , অনেক বড় করে দেখার মতো অনেক ইস্স্যর জন্ম দেয়|দুর্ভাগ্য আমার অনুষ্টান শেষে বিটিভির সংবাদেও শেই ভূল করা অংশই দেখানো হয়েছে | আসলেই আমরা একদল গাধার পিঠে দেশেকে চলতে দিয়ে যাচ্ছি বছরের পর বছর | 

ক্রিস্টিনা এগুলেরা গেলো সপ্তাহে NFL Superbowl 2011 এ USA এর জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে মাঝ খানে তালগোল পাকিয়ে ফেলেছিলেন, মিডিয়াতে এই নিয়ে কম আলোচনা হয়নি, কিন্তু সে একজন গায়িকা, সে দেশ চালায় না | হে প্রধানমন্রী ! আপনি ক্রিস্টিনা এগুইলেরা নন, আপনি একটা দেশের সরকারএর দায়িত্বে , আপনি পুরো বাংলাদেশী জাতির উপস্থাপক, আপনার নামের পাশে আপনার সাঙ্গ পাঙ্গরা মাঝে মাঝে ডক্টর শব্দটা অনেক যত্ন সহকারে উচ্চারণ করে| একজন মুর্খ অথবা নিরক্ষর মানুষকে  এই ধরনের ভূলে ক্ষমা করা যায় কিন্তু আপনার এই ধরনের ভূল ক্ষমার অযোগ্য | প্রমান  হিসেবে ইউটিউবের একটা ভিডিও জুড়ে দিলাম, এই ভিডিওর ৯.২০ মিনিট থেকে ক্রীড়ামন্ত্রীর ভাড়ামো শুরু...
  
.............
একই সাথে নাগরিকে প্রকাশিত 

কোন মন্তব্য নেই: