বুধবার, ৯ মার্চ, ২০১১

URL সংক্ষেপ করার দলে [fb.me]

URL সংক্ষিপ্ত করার জন্য Bit.ly খুবই জনপ্রিয় সার্ভিস , টুইটার এই ধারা কে আরও জনপ্রিয় করে| ফলে tinyurl বেশ জনপ্রিয়তা পায়| এই ধারাবাহিকতায় ফেসবুক URL সংক্ষিপ্ত করার কাজে হাত দেয় ২০০৯ সালের শেষের দিকে |ফেসবুকের সংক্ষিপ্ত রূপ দাড়ায় :fb.me তে |তবে এই সেবা খুবই সীমিত পরিসরে ব্যবহার হচছে - শুধুমাত্র মোবাইল ইন্টারফেসে সময় সক্রিয়ভাবে পাওয়া যায় অর্থাৎ m.facebook.com থেকে শেয়ার করা লিঙ্ক গুলি সক্রিয় ভাবে fb.me তে রুপান্তরিত হয়|
এই সংক্ষিপ্ত URL ওয়েবেও ব্যবহার করা যাবে, কিন্তু এটা মূল URL এ রিডিরেক্ট করে, যেমন নাগরিক ব্লগের ফেসবুক ঠিকানাকে যদি http://fb.me/nagorikblog লিখে ওয়েবে সার্চ করা হয়, তবে এটা সরাসরি http://facebook.com/nagorikblog ঠিকানায় নিয়ে যাবে| অনেকেই fb.me-এর স্বতস্ফূর্ত ব্যবহার করছেন, অনেকেই এই লিক্ন্ক্তাকে ব্লগস্পটে কমেন্ট করার জন্য ওপেন আইডি হিসেবে এবং টুইটারে নিজের ওয়েব লিঙ্ক হিসেবে ব্যবহার করছেন| আগামিদিনে হয়তো ওয়েবের জন্যও ফেসবুকের URL সংক্ষিপ্ত করার সেবা দেখতে পাবো | 
-------
-------
এই ধরনের আরো কয়েকটি সেবা :
  • ইয়াহু: http://y.ahoo.it/
  • স্টামবল আপন : http://su.pr/

২টি মন্তব্য:

SPORTS FAN বলেছেন...

very useful post.

নামহীন বলেছেন...

useful post....