বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

চিরকুট-১ =মানব শ্রেনী =

পৃথিবীতে চার দল মানুষ আছেঃ

প্রথম দলের মানুষ অনুগত শ্রেনীর। এরা তাদের বাবা মা, পরিবার, প্রতিষ্ঠান, প্রতিপালক সবার প্রতি অনুগত। এদের চাওয়া পাওয়া, অন্যের কাছে প্রত্যাশা থাকে না অথবা অল্পতেই সন্তুষ্ট থাকেন।  এই দলের মানবশ্রেনী ধৈর্যশীল, পরিশ্রমী,  প্রাথমিক সময়টা কষ্টে কাটালেও, পরবর্তীতে এরা পুরষ্কৃত হয়।  

দ্বিতীয় দলের মানুষ অনুতপ্ত শ্রেনীর। এরা তাদের প্রাথমিক জীবনের কৃত কর্মের জন্য হা হুতাস করে থাকে। এরা তাদের প্রাথমিক জীবন থেকে শিক্ষা নিয়ে পরে অনুগত শ্রেনীর মানুষ হয়, নয়তো অনুতপ্তই থেকে যায়।

তৃতীয় দলের মানুষ অতৃপ্ত শ্রেনীর। এই দলের  লোকদের চাওয়া- পাওয়া, হোক ভাল বা  মন্দ - কোন কিছুতে সন্তুষ্ট নয়। এদের কেউ কেউ অনুতপ্ত হয়, নয়তো চতুর্থ শ্রেনীর  মানবের পরিনতি বরন করে।

চতুর্থ দলের মানুষ অভিশপ্ত।   এরা মানব জাতির জন্য ক্যান্সারের মতো, এরা কখনো মানব সমাজের কল্যাণ করে না, অন্যের ভালো- চিন্তা করতে পারেনা। এরা কারো বন্ধু হতে পারে না।
________

আজ আমার সাথে এক অতৃপ্ত শ্রেনীর মানুষের  সাক্ষাৎ হল। আল্লাহ তাঁর মঙ্গল করুন। আমীন।

কোন মন্তব্য নেই: